সুলতান আহমেদ সেনজার : সেলজুক সাম্রাজ্যের শেষ সুলতান

বামপাশে সুলতান সেনজারের মূল ছবি।ডানপাশে
সুলতান সেনজার চরিত্রের অভিনয় করা ব্যাক্তি

 আহমেদ সেনজার ছিলেন খোরাসান এর বিখ্যাত সেলজুক সুলতান। ১০৯৫ সালে আহমেদ সেনজার খোরাসানের সিংহাসনে আরোহন করেন এবং ১১১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সেলজুক সাম্রাজ্যের সুলতান হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। 

১১১৯ সালে সাভেহে আহমেদ সেনজার ও তার মিত্রবাহিনী মিলে সুলতান মাহমুদকে পরাজিত করে। এ অভিযানে সফলতা অর্জনের পর তিনি বাগদাদের দিকে অগ্রসর হন এবং সেখানে তিনি মাহমুদ দ্বিতীয় এর সাথে তার কন্যাকে বিয়ে দিতে সম্মত হন। ফলে সে উত্তর পারস্যের কৌশলগত অঞ্চল নিজের অধীনে নিতে সক্ষম হয়। ১১৪১ সালে সেলজুক সাম্রাজ্যের জন্য বড় হুমকি কারা-খানিদদের বিরুদ্ধে এক্তি অভিযান পরিচালনা করেন। সেই কাতয়ান এর যুদ্ধে আহমেদ সেনজার এর বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এবং গারশাপ মারা যান। কথিত আছে মাত্র ১৫ জন ঘোরসওয়ার নিয়ে কোনরকমভাবে আহমেদ সেনজার পালিয়ে যান এবং পূর্বে সীর দরিয়ার সমস্ত সেলজুক ভুমি হাতছাড়া হয়ে যায়।

১১৫৩ সালে সেলজুক উপজাতিগুলোতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আহমেদ সেনজার এর সাথে সাথে সেলজুক রাজ্যও ভেঙ্গে পড়েছিল। ১১৫৭ সালে সুলতান আহমেদ সেনজার মারা যান এবং তাকে মেরভে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে মোঙ্গলরা ১১২১ সালে খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করার সময় তা ধ্বংস করে দিয়েছিল। সেনজারের মৃত্যুর অর্থ ছিল সাম্রাজ্য হিসেবে সেলজুক সাম্রাজ্যের সমাপ্তি কারণ তার উত্তরাধিকারীরা শুধু ইরান ও আজারবাইজানকেই নিয়ন্ত্রণ করেছিল।

সংগ্রহে:https://www.askummah.com


প্রবন্ধটি ইংরেজিতে পড়ুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.