Happy birthday best poem
রাত্রী শেষ এ ভোর হলো,
সূর্য তার কিরন ছড়াতে লাগলো।
একটি নতুন দিনের সূচনা হলো,
পৃথিবী নতুন সাজে সজ্জিত হলো।
দুঃখ নামক অনূভুতি কে সবাই ভুলে গেলো,
হঠাৎ একটি মেয়ে শিশুর জন্ম হলো।
চারদিকে আনন্দের বন্যা বয়ে গেলো,
শিশুটির রূপে সবাই মুগ্ধ হলো।
সবাই শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো।
শিশুটির রূপ দেখে সময় ও যেন থেমে গেল
শিশুটি মায়াবী চোখে সবার দিকে থাকলো।
অতঃপর একটি মিস্টি নজরকাড়া হাসি দিলো।
খুশিতে আনন্দে সবার মনটা ভরে গেল।
*শিশুটি বড় হতে লাগলো,
পৃথিবীর সৌন্দর্য ও শিশুটির রূপের কাছে মলিন মনে হলো।
সময় তার আপন পথে চলতে লাগলো,
*কিছু দিন পর সেই দিন ঘনিয়ে এলো,
যেই দিনে মেয়েটির/ছেলেটির জন্মগ্রহণ করছিল।
সবাই বলতে লাগলো!
“আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমার
❦~শুভ জন্মদিন~❦”
𝙃𝙖𝙥𝙥𝙮 𝙗𝙞𝙧𝙩𝙝𝙙𝙖𝙮
𝙙𝙚𝙖𝙧 𝘾𝙪𝙩𝙚 𝘼𝙡𝙡 𝙫𝙞𝙚𝙬𝙨
Happy birthday all views |
কোন মন্তব্য নেই