কাচ সমুদ্র রিভিউ(free pdf) -মুহাম্মদ জাফর ইকবাল
গল্পের নায়ক একজন প্রবাসী তরুণ রিয়াজ। যিনি মাস্টার্স শেষ করার আগে একটি গবেষণা প্রতিষ্ঠানে ৩ মাস কাজের সুযোগ পেয়ে যায়। সেখানে পরিচিত হয় বব, জিম, এবং ক্রিস্টিনার সাথে। রিয়াজ তখনো জানতো না ক্রিস্টিনা নামের এই মেয়েটির সাথে একটা বিচিত্র সম্পর্ক গড়ে উঠবে?
রিয়াজ থাকে নিউওর্য়াক শহরে আর তার অফিস নিউজার্সিতে। অফিসের কাছাকাছি থাকার মত একটা বাসা খুঁজতে ক্রিস্টানার সাথে সে বেরিয়ে পড়ে। ক্রিস্টিনার সাথে আলাপ চারিতায় তারা পরিবার পর্যায়ের আলোচনায় চলে যায়। রিয়াজ তার মায়ের কথা, বাবার কথা আর বোনের কথা বলে। কিন্তু রিয়াজ জানতো না তার জন্মদাত্রী মাতাকে নিয়ে কত বড় বিস্ময় অপেক্ষা করছে?
একমাসের ট্যুর করতে ক্রিস্টিনা দেশের বাইরে যাবার আগে রিয়াজকে তার ফ্ল্যাটে থাকতে অনুরোধ করে বিনিময়ে রিয়াজ ক্রিস্টিনার পোষা বিড়াল কিটি কে সামলে রাখবে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই ক্রিস্টিনা ফিরে আসে অত্যান্ত বিধস্ত অবস্থায়। রিয়াজ তাকে সেবা যত্ন করে সুস্থ্য করে তুললেও ক্রিস্টিনা মনে মনে আঘাত নিয়ে বাঁচতে থাকে।
ক্রিস্টিনা অনেক অনুরোধ করার পরেও রিয়াজ তার ফ্লাটে থাকে নি। সে পুনরায় তার আগের আস্তানায় ফিরে আসে। দুরে থাকলেও তারা একই অফিসে কাজ করে, রেস্টুরেন্টে যায় গল্প করে। ক্রিস্টিনা তখন রিয়াজের কাছে একটা অদ্ভুত আবদার করে। ক্রিস্টিনা রিয়াজের কাছে একটা বাচ্চা চায়। কিন্তু রিয়াজ কি দিবে ক্রিস্টিনাকে বাচ্চা?
তিন মাসের কাজ শেষে রিয়াজ কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিরে আসে। সব কিছু রুটিন মত গুছিয়ে নেয়ার পর হঠাৎ তার ছক বাঁধা জীবনের সবকিছু ওলোট পালোট হয়ে গেল। রাত দেড়টায় বাংলাদেশ থেকে ফোন করে তার বোন শিউলি। ফোনে অত্যান্ত খারাপ সংবাদ সাথে একটা চিঠির কথা বলে রিয়াজকে দেশে চলে আসতে বলে তাড়াতাড়ি।
রিয়াজ দেশে আসে। তার বাবা মৃত্যুশয্যায় লাং ক্যান্সার এর শেষ পর্যায়ে। বাবার মৃত্যুর যন্ত্রনা তাকে না যত কস্ট দেয় তার থেকে বেশী কস্ট দেয় তার মায়ের প্রতি বাবার নিষ্ঠুরতা। কিন্তু কোন অংশটি বেশী নিষ্ঠুর ক্রিস্টিনা, পাকিস্তাণী মেজর, নাকি তার বাবার নিষ্ঠুরতা? কি ছিল সেই নিষ্ঠুরতা জানতে হলে পড়তে হবে এ উপন্যাসটি।
কাচ সমুদ্র মুহম্মদ জাফর ইকবাল এর লেখা একটি বাংলা উপন্যাস বই। এটি মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি জনপ্রিয় উপন্যাস ৭৯ পাতার কাচ সমুদ্র বাংলা বইটি (Bangla Boi) একটি অধিক পঠিত গল্প যা ১৯৯৯ সালে পার্ল পাবলিশার্স প্রথম প্রকাশ করে।
বইটির কাচ সমুদ্র pdf চাইলে পড়তে পারো।
অসাধারণ
উত্তরমুছুন