Revenge is a super power

প্রতিশোধ

Revenge is just a word. There are thousands of sufferings, thousands of pains hidden in these words. Although this word is small, there is a lot of great history hidden in it. The term is found in everything from a small ant to a large elephant.

There are some who use the word correctly and there are some who misuse the word.

One day this word will hit those who misuse this word.

প্রতিশোধ মাত্র একটি শব্দ।এ শব্দের মধ্যে লুকিয়ে আছে হাজারো কষ্ট, হাজারো বেদনা । এ শব্দটি ছোট হলেও এর মধ্যে লুকায়িত আছে অনেক বড় ইতিহাস। এই শব্দটি একটি ছোট পিঁপড়া থেকে বড় হাতীর মধ্যে আছে।

কেউ কেউ আছে এই শব্দটির সঠিক ব্যবহার করে আবার কেউ কেউ আছে এই শব্দটির অপব্যবহার করে।

যারা অপব্যবহার করে এই শব্দটির তাদের উপর একদিন না একদিন এই শব্দটি শব্দটি আঘাত করবে।

কেউ কেউ আছে এই শব্দটির জন্য বেঁচে থাকে হাজারো দুঃখ বেদনা সহ্য করে।

প্রতিশোধের স্পৃহা থাকলে,

প্রতিশোধ যে কেউ নিতে পারে কিন্তু, এর শব্দের সদ্ব্যবহার সবাই করতে পারে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.